You have reached your daily news limit

Please log in to continue


জনকূটনীতি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতি চালু করেছে। এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশীয় পণ্য রফতানির ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে ঢাকা, সিলেট, রংপুর, সিরাজগঞ্জ, এবং সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ নারী উদ্যোক্তারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। এসময় নারী উদ্যোক্তারা মনিপুরী, শীতলপাটি, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, তাঁতশিল্প, বেত শিল্পসহ দেশীয় উৎপাদিত অপ্রচলিত পণ্য বিদেশে রফতানির আগ্রহ প্রকাশ করেন। এসব পণ্য রফতানির ক্ষেত্র তৈরি ও দিগন্ত উন্মোচন এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নে তারা পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন