নেপালের বিপক্ষে সক্ষমতা দেখাতে আমরা প্রস্তুত: তপু

ডেইলি বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৭:৩৮

মুজিববর্ষ ফিফা প্রীতি ফুটবল ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংরাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরের মাঠে হওয়াতে ম্যাচটিকে নিয়ে স্বাভাবিক ভাবে দর্শকদের প্রত্যাশাও বেশী। ফুটবলাররা চাইছে নেপালের বিপক্ষে ভাল কিছু উপহার দিতে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন বলেন, নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা ৯০ ভাগ প্রস্তুত। সবার ফিটনেসের উন্নতি ঘটেছে, মানসিকভাবেও উন্নতি এসেছে। ম্যাচে যদি আমরা নিজেদের শতভাগ সামর্থ্য দিয়ে খেলতে পারি, তাহলে বাকী ১০ ভাগের ঘাটতি পুষিয়ে দিতে পারব। আশা করছি আমরা নিজেদের শতভাগ দিয়ে ভাল ফুটবল উপহার দিতে পারব।

এ দিকে নেপালীরাও পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকা আসতে পারেনি। তাদের শীর্ষ সারির চার ফুটবলার কোভিড-১৯ এ আক্রান্ত। এমন পরিস্থিতিতে তপু মনে করেন নেপালের তুলনায় বাংলাদেশের সুযোগ বেশী থাকবে। কারণ তারা সেরা ৫ খেলোয়াড়ের চারজনকেই রেখে এসেছে। ত্বে বাংলাদেশের পুরো দল একত্রে অনুশীলনের সুযোগ পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও