ভাইরাল সেই পত্রিকা বিক্রেতা খুকির দায়িত্ব নিল জেলা প্রশাসন
রাজশাহী শহরের একমাত্র নারী পত্রিকা বিক্রেতা সেই দিল আফরোজ খুকির পাশে দাঁড়াল রাজশাহী জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকির বর্তমান অবস্থা দেখে রাজশাহীর পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন এগিয়ে আসেন।
মঙ্গলবার সকালে তিনি নিজে খুকির বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেন। আর তার এই কাজ দেখে এগিয়ে আসে রাজশাহী জেলা প্রশাসন। নেয়া হয় খুকির দেখাশুনার দায়িত্ব।
শেখ এহসান উদ্দীন বলেন, আমি তার বাসায় গিয়ে দেখি আসলে বাসাটা বসবাসের উপযোগী নয়। এছাড়াও তার খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। রেস্টুরেন্টে গেলেও তাকে খাবার খেতে দেয়া হয় না। আমাদের আগ্রহ দেখে একজন প্রতিবেশি এগিয়ে এলেন। তিনি জানালেন, তাকে বাজার করে দিলে বা টাকা দিলে তিনি তিনবেলা রান্না করে খুকিকে খাওয়াবেন। আমি সে ব্যবস্থা করে দিয়ে এলাম।
জানা গেছে, শেখ এহসান উদ্দীনের এই কাজ দেখে এগিয়ে আসে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল জলিল সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীনকে সাথে নিয়ে খুকির বাসায় যান। এরপর খুকির সমস্ত 'টেক কেয়ার' এর দায়িত্ব নেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.