বাসায় ফিরেই বিব্রত মিতু
টাইফয়েড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়িকা জাহারা মিতু। সপ্তাহখানেক অনেকটা অচেতন অবস্থায় কেটেছে। কিছুটা সুস্থ হয়ে ফিরেছেন বাসায়। এখন শারীরিক অবস্থা মোটামুটি।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এনটিভি অনলাইনকে জাহারা মিতু বলেন, ‘আমি টাইফয়েড জ্বর ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম। গত ২১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলাম। এই সময়ে অনেকটাই অচেতনের মতো কেটেছে। খুব বাজে একটা সময় কেটেছে। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে মোবাইলটা হাতে নিলাম। এর মধ্যে আমাদের গণমাধ্যমের ভাই-বন্ধুদের অনেকেই ফোন দিয়েছেন। একে একে সবাইকে ফোন ব্যাক করা শুরু করলাম। তাঁদের কাছে জানতে পারলাম, আমি নাকি দেবের সঙ্গে দুবাইয়ে শুটিং করছি। দেখেন তো, কী বিব্রতকর অবস্থা।’
এখন শারীরিক অবস্থা কেমন, এমন প্রশ্নে জাহারা মিতু বলেন, ‘বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রাম নিচ্ছি। আগামী ১৫ নভেম্বর আবারও হাসপাতালে যাব কিছু পরীক্ষা করাতে। চেষ্টা করছি কলকাতায় গিয়ে ডাক্তার দেখাতে। ভিসার জন্য চেষ্টা করছি।’