জাপানে সংক্রমণ বাড়ছে, সঙ্গে বাড়ছে মানুষের কষ্ট
জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। এ অবস্থায় সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য কিছু সুপারিশ করেছে। এসব পদক্ষেপের মধ্যে আছে সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করা, সংক্রমণের গুচ্ছ বা ক্লাস্টার হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সংক্রমণ সামাল দেওয়ার পদক্ষেপ জোরদার করা।
কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আবারও শুরু হওয়ার মুখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে।