টিকার সুখবর দিয়েই শেয়ার বিক্রি করেছেন ফাইজারের সিইও
মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও বায়োএনটেকের পক্ষ থেকে যেদিন কোভিড-১৯-এর টিকার অগ্রগতির সুসংবাদ এল, সেদিনই নিজের কাছে থাকা ৬২ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা। মার্কেটস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভ্যাকসিনের খবরে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। তাই বিপুল অঙ্কের লাভ করেছেন বোরলা।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধিত তথ্য অনুসারে, বোরলা এই কোম্পানির ১ লাখ ৩২ হাজার ৫০৮টি শেয়ার ৫৬ লাখ ডলারে বিক্রি করেছেন। অর্থাৎ শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯৪ ডলার। ৫২ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি দামে রয়েছে ফাইজারের শেয়ার। অর্থাৎ বোরলা এই বছরে ওঠা সবচেয়ে বেশি দামে বিক্রি করেছেন তাঁর অংশ।