গৌরীপুরে ‘বন’ নামে পরিচিত খড়ের দাম ধানের চেয়ে বেশি!
ইত্তেফাক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ০৭:০৫
গৌরীপুরে গোখাদ্য হিসেবে ব্যবহূত খড়ের দাম বেড়ে গেছে। স্থানীয়ভাবে ‘বন’ নামে পরিচিত এই খড় যা ধানের চেয়েও বেশি দামে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিতে খড় নষ্ট হয়ে যাওয়ায় বেশির ভাগ কৃষক ও খামারি বিপাকে পড়েছে গোখাদ্য নিয়ে। সাধারণত খড় আঁটিপ্রতি বিক্রয় হয় দুই টাকায়।
বৃষ্টিতে ভিজে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় কাঁচা ধান কেটে খড় বিক্রি করছে ধানের দামের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বাড়িয়ে। একেকটি এক কেজি থেকে দেড় কেজি ওজনের কাঁচা খড়ের আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকায়।