![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/12/og/060229_bangladesh_pratidin_soumitra-1-bdp.png)
সৌমিত্রের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার
নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছে। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। মঙ্গলবারই চিকিৎসকরা জানান, সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে।
চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমাথেরাপির চিন্তা-ভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে।