ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত মুক্তি খাতুন শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের শিমুল হাসানের স্ত্রী।
স্বজনদের অভিযোগ, বুধবার দুপুরে প্রসবের বেদনা নিয়ে রাবেয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয় মুক্তিকে। বেলা ২টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয় তাকে। কিছু সময় পর ভূমিষ্ঠ নবজাতককে তাদের কাছে দেয়া হয়।