প্রধান অভিযুক্ত এসআই আকবরের নেপথ্যের শেল্টারদাতা কারা? মামলার স্বার্থে এসআই আকবরের শেল্টারদাতাদের জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। ধরা পড়ার পর ছাড়া পাওয়ার জন্য আকবর ২০ লাখ টাকার অফার দিয়ে তাকে ছেড়ে দিতে কাকুতি মিনতি করেছিলে সেই সকল লোকের কাছে।
এসআই আকবরকে সহায়তাকারী এসআই হাসান উদ্দিনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হানকে নির্যাতন ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত নিয়ে রায়হানের পরিবার ও সচেতন মহলের হতাশা ছিল শুরু থেকেই। ধীরগতিতে চলছিল মামলার তদন্ত কাজ। ঘটনার পর বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠে সকল মহল থেকে। নির্যাতনে রায়হান নিহত হওয়ার পর আকবরের পালিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.