![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F1ba95255-17d4-4466-9ee1-981a9b985e61%252FPUBG.jpg%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
মুঠোফোনের টাকা কাটা হয় গ্রাহককে না জানিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৮:২৬
আপনি চাননি, চালুও করেননি। তবু মুঠোফোনে চালু হয়ে গেল ওয়েলকাম টিউন। কেটে নেওয়া হলো মুঠোফোন ব্যালেন্সের টাকা।
গ্রাহকদের এ অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর জরিপ করে বিটিআরসি দেখেছে, তারা গ্রাহকের সম্মতি ছাড়াই বিভিন্ন সেবা চালু করে টাকা কেটে নিয়েছে।