![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/jhinaigati-2011111207.jpg)
শেরপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বন্যহাতি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাবারের সন্ধানে গারো পাহাড় সংলগ্ন লোকালয়ে নেমে এসেছে একদল বন্যহাতি। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ১৫টি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। বুধবার দুপুরে হাতির দলটি ওই উপজেলার তাওয়াকুচা এলাকায় বন বিভাগের ‘সুফল’ প্রকল্প নামে একটি বাগানে অবস্থান করছিল।