বাড়ির অমতে চাকরি করায় চাকু দিয়ে মেয়ের চোখ তুলে নিলো বাবা!
পড়াশুনা শেষ করে পুলিশে চাকরি পেয়েছিল এক নারী। কিন্তু পরিবারের কেউই তাকে সমর্থন করেনি। সবার মতের বিরুদ্ধে চাকরি করতে গিয়েছিলেন ওই নারী। আর ফলাফলস্বরুপ চোখ দুটো হারান তিনি।
ডেইলি মেইলর একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি আফগানিস্তানের কাবুলে এ নির্মম ঘটনা ঘটে। ৩৩ বছরের খতেরা। সে স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু বাধা বিপত্তি তার পিছু ছাড়ছিলো না। বাড়িতে তার ওপর চলতে থাকে চরম অত্যাচার। কিন্তু সে থামতে চায়নি। নিজের বাবাও তাকে প্রাণে মারার হুমকি দেন।