![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/frame-1-20201111144908.jpg)
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন
বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপ্রসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা।