ভাঙারির দোকানে পাওয়া গেল মর্টারশেল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকার একটি ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি জব্দ করা হয় বলে জানিয়েছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।
মর্টারশেলটির ওজন প্রায় ৩৫ কেজি। ভাঙারি দোকানের মালিক আলমগীর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের এক শ্রমিক মর্টারশেলটি বিক্রি করেছেন। দোকানের কর্মচারীরা লোহা মনে মর্টারশেলটি কিনে রাখেন। ওসি রসুল আহমদ নিজামী বলেন, তমা কন্সট্রাকশন আখাউড়ায় রেলপথের কাজ করছে। ওই কন্সট্রাকশন কোম্পানির শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পেয়েছেন বলে জানতে পেরেছি।