‘টাইটানিক’ খ্যাত অভিনেতা জ্যাকের জন্মদিন আজ
‘টাইটানিক’ নাম শুনলেই শিহরিত হয় কোটি মানুষের হৃদয়। মুভিটিতে ‘টাইটানিক’ এর হিরো জ্যাকের হৃদয়স্পর্শী মৃত্যু কাঁদিয়েছিল লাখো ভক্তদের। সেই ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা জ্যাকের জন্মদিন আজ। তার আসল নাম লিওনার্দো ডিক্যাপ্রিওর। ক্যালিফোর্নিয়ার হলিউডে ১৯৭৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি।
জীবনের ৪৫ বসন্ত পার করে এবার তিনি ৪৬ বছরে পা রাখলেন। অস্কারজয়ী এই তারকার খ্যাতি বিশ্বময়। জন্মদিনে তাই কোটি ভক্তের শুভেচ্ছায় ভাসছেন টাইটানিকের জ্যাক। নিঃসন্দেহে হলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ডিক্যাপ্রিও। টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু।