দিনাজপুরে র্যাবের দুই সদস্যকে হস্তান্তর
দিনাজপুর সীমান্ত থেকে আটক করে নিয়ে যাওয়া র্যাবের দুই সদস্যকে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।র্যাব-১৩ এর দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।।মঙ্গলবার দুপুর ২টার দিকে চিরিরবন্দর উপজেলার বিআমতলী সীমান্তের মেইন পিলার ৩০৭,
সাব পিলার-১ এর কাছ থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটককৃতরা হলেন, র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহ-অধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিক। স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তি বি-আমতলী স্বরসতীপুর সীমান্তের সমজিয়া মন্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে মোটর সাইকেলযোগে সিভিল পোশাকে অভিযানে যায় ৫ জন র্যাব সদস্য।