বাইশের বিধানসভা ভোটের আগের সাতটি কেন্দ্রের উপনির্বাচনকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর লিটমাস পরীক্ষা হিসেবে বর্ণনা করেছিলেন রাজনীতির পর্যবেক্ষকেরা। আজ গণনা শেষে বিজেপি শিবিরের দাবি, রাজ্যে শক্তি অটুট রয়েছে যোগী আদিত্যনাথের। সাতটি কেন্দ্রের মধ্যে ছ’টিতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। একটি আসন পেয়েছে এসপি।
মাস দেড়েক আগে উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের পর দৃশ্যতই চাঙ্গা দেখিয়েছিল বিরোধী শিবিরকে। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা দু’জনকেই সক্রিয় ভাবে রাস্তায় নামতে দেখা গিয়েছিল সে সময়। সঙ্গে দলের নেতা কর্তাদেরও। তার আগে সিএএ-র প্রতিবাদ করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বাড়িতেও চলে গিয়েছিলেন প্রিয়ঙ্কা, প্রশাসন এবং পুলিশের বাধা টপকে। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল, যোগীর গড়ে সে ভাবে আঁচড় কাটতে পারলেন না বিরোধীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.