একদিকে চারবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ানস আর অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিট্যালস। চলতি আসরেও পয়েন্ট টেবিলে সবার ওপর ছিল মুম্বাই। তাদের নিচেই ছিল দিল্লির অবস্থান। দুই দলই মুখোমুখি হলো ফাইনাল ম্যাচে। আর প্রথম ওভারের প্রথম বলেই পার্থক্যটা স্পষ্ট করে দিলেন মুম্বাইয়ের পেসার ট্রেন্ট বোল্ট।
শুধু পার্থক্য গড়েছেন বললে ভুল হবে, রীতিমতো আইপিএল ইতিহাসেই অনন্য এক কীর্তি করে দেখিয়েছেন বোল্ট। ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই তিনি সাজঘরে পাঠিয়ে দিয়েছেন দিল্লির অস্ট্রেলিয়ান ওপেনার মার্কাস স্টয়নিসকে। আইপিএল ইতিহাসে ফাইনাল ম্যাচের প্রথম ওভারের প্রথম বলে উইকেট পাওয়ার ঘটনা এটিই প্রথম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.