You have reached your daily news limit

Please log in to continue


দেশে এখন সাংবিধানিক একনায়কত্ব চলছে

প্রথম আলো: সম্প্রতি আপনি এক সমাবেশে বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল হওয়া উচিত। এটি কি নিছক কথার কথা, না এই ধারা বাতিলের জন্য সংসদে বিল আনবেন? জি এম কাদের: ১৯৯১ সালের আগে দেশে রাষ্ট্রপতি পদ্ধতির শাসন ছিল। এরপর আমরা সংসদীয় পদ্ধতির সরকার করলাম। কিন্তু এর মূল যে চেতনা, তা সংবিধানের ৭০ অনুচ্ছেদ দিয়ে ধ্বংস করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের মূল কথা হলো সংসদের কাছে সরকার দায়বদ্ধ থাকবে। সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধিতে আছে, মন্ত্রী ছাড়া সবাই বেসরকারি সদস্য। অন্যান্য দেশে সাংসদেরা নিজের দলের, এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ভোট দিতে পারেন। তাতে ক্ষমতার ভারসাম্য থাকে। এখানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে তা পারেন না। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, তিনিই সংসদ নেত্রী, আবার দলীয় প্রধানও। সে ক্ষেত্রে একজনের হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত। যেখানে পার্লামেন্ট প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করার কথা, সেখানে প্রধানমন্ত্রীই পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করছেন। এ কারণেই আমি ৭০ অনুচ্ছেদ বাতিল করার কথা বলেছি। আগের সংসদে একটি প্রস্তাবও এনেছিলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন