You have reached your daily news limit

Please log in to continue


ভূমিদস্যুতার বিপরীতে ভূমি দানের নজির গড়ছেন রেবেকা মমিন

সংবাদ পত্রে খবর বেরোলো,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আশ্রয়ণ প্রকল্পের নামে ৪ কোটি টাকা মূল্যমানের জমি সরকারি খাতে দান করলেন নেত্রকোনা ৪ আসনের এমপি রেবেকা মমিন৷ তিনি মোহনগঞ্জের দানবীর খ্যাত মরহুম আব্দুল আজিজ খান সাহেবের পুত্রবধূ ও সাবেক খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মরহুম আব্দুল মমিন খান সাহেবের সহধর্মিণী৷ মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা ৪ আসনটি৷ জনাবা রেবেকা মমিন এম পি তার ব্যক্তিগত সম্পদের ১৬৪ শতাংশ জমি সরকারি খাতে লিখে দিয়ে এক অনন্য নজীর স্থাপন করলেন৷বিভিন্ন সংবাদ পত্র ও সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রচারিত হচ্ছে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন