বিনে পয়সায় ব্যবহার করা যাবে না গুগল ফটোস

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৪:৫৯

গুগল ফটোস মূলত একটি অনলাইন টুল। আর এই টুলটি গুগল ক্লাউড সার্ভারের সঙ্গে ইন্টিগ্রেড করা। যখনই কোন ইউজার গুগল ফটোসে কোন ফটো আপলোড করে, তখনই এই টুলটি ফটোটিকে ক্লাউড সার্ভারে পাঠিয়ে দেয় এবং সার্ভার সেটিকে সংরক্ষণ করে ফেলে।

বর্তমানে গুগল ফটোসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ১০২ কোটি ছবি স্টোর করা হয়। গুগল তার ফোটো এডিটিং স্যুট আরও উন্নত করতে চলেছে। পাশাপাশিই এবার থেকে গুগল ফটোস -এর কালার পপ অপশন ব্যবহার করতে গেলে গ্যাটের কড়িও খরচ করতে হবে গ্রাহকদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও