![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F17465117-c293-433c-a68c-764c729e0b87%252FASP_2.jpeg%3Frect%3D0%252C66%252C319%252C167%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সিনিয়র এএসপি আনিসুলের দাফন, বিচার দাবি পরিবারের
ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুর মহানগরীর রাজবাড়ি মাঠে জানাজা শেষে শহরের সরকারি গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন নিহত ব্যক্তির বড় ভাই রেজাউল করিম।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় শহরের রাজবাড়ি ময়দানে অনুষ্ঠিত জানাজায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান উপস্থিত ছিলেন। পরে শহরের সরকারি গোরস্থানে তাঁকে দাফন করা হয়।