বিহারে বহু কেন্দ্রে ব্যবধান ৫ থেকে ৫০০! সুতোয় ঝুলছে প্রার্থীদের ভাগ্য

আনন্দবাজার (ভারত) বিহার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৪:০১

বুথফেরত সমীক্ষার হিসেব উল্টে বিহারে একক দল হিসেবে উঠে আসছে বিজেপি। তবে প্রতিপক্ষের সঙ্গে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ১৬ শতাংশ ভোটগণনা হয়েছে বিহারে। এর মধ্যে ১৭০ আসনে শীর্ষে থাকা দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ২ হাজারেরও কম। কোথাও কোথাও আবার এই ব্যবধান ৫০০-রও কমে এসে ঠেকেছে।

এই ১৭০টি আসনের মধ্যে ৯৯টিতে দুই শীর্ষ দলের মধ্যে ভোটের ব্যবধান ২ হাজারেরও কম। দুই শীর্ষ দলের মধ্যে ভোটের ব্যবধান ১ হাজারেরও কম ৫৪টি আসনে। আবার ২৮টি আসনে ভোটের ব্যবধান ৫০০-রও কম। এখনও পর্যন্ত বিহারে ৬ রাউন্ড গণনা সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান আরও ওঠানামা করবে। তাই শেষ মুহূর্তে এই আসনগুলিই ভোটের ফল নির্ধারণে নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে মত বিশেষজ্ঞদের। তাই ভোটের ফল সম্পূর্ণ না বেরনো পর্যন্ত সব দলই সতর্ক রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও