![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/1_165535_4537-2011100739.jpg)
কাঁথা-কম্বল-লেপ থেকে স্যাঁতস্যঁতে গন্ধ দূর করার উপায়
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৩:৩৯
বছরের অল্প কয়েক মাস শীতের কাপড় ব্যবহার করা হয়। এ কারণেই শীতের পোশাকসহ লেপ-কম্বল আবদ্ধভাবেই সংরক্ষণ করা হয়। ফলে এতে গন্ধ বা স্যাঁতস্যাঁতেভাব হওয়ার সম্ভাবনা থাকে। শীত প্রায় চলে আসছে। এসময় অনেকেই শীতের কাঁথা, কম্বল বা লেপ ব্যবহারের জন্য বের করছেন। অনেক দিন ধরেই তুলে রাখার কারণে ও সঠিক সংরক্ষণের অভাবে এতে দুর্গন্ধ, ভেজাভাব,
তিল পড়ার সমস্যা এমনকি পোকার আক্রমণও দেখা দিতে পারে তাই শীতের শুরুতেই এসব কাপড় রোদে দিতে হবে। রোদে দিলে কাঁথা, কম্বল ও লেপ বেশ ঝরঝরে হয়ে ওঠে। এখনই যদি কম্বল বা লেপের ব্যবহার শুরু না করতে চান তাহলে রোদে দিয়ে হাতের কাছেই কোথাও রাখতে পারেন, প্রয়োজনের সময় ব্যবহার করা সহজ হবে। খুব বেশি শীত পড়লে রোদের তাপ কমে যায়।
- ট্যাগ:
- লাইফ
- কম্বল
- স্যাঁতস্যাঁতে ভাব