ভুয়া নিরীক্ষা প্রতিবেদনে পার পাওয়ার দিন শেষ
প্রথম আলো
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১২:৩৩
ভুয়া নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়ে পার পাওয়ার দিন এবার শেষ হচ্ছে। এত দিন এ ধরনের প্রতিবেদন দেখিয়ে যেসব কোম্পানি কর কর্মকর্তাদের ফাঁকি দিয়েছে, তাদের জন্য দুঃসংবাদ আসছে। খোদ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মাধ্যমেই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন যাচাই করবেন কর কর্মকর্তারা।
আইসিএবি ইতিমধ্যে ‘ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম’ নামে একটি নতুন সফটওয়্যার তৈরি করেছে। সংস্থাটির নিবন্ধিত যেকোনো হিসাববিদের প্রস্তুত করা প্রতিটি নিরীক্ষিত হিসাব প্রতিবেদনসহ যাবতীয় তথ্য ওই সফটওয়্যারে আপলোড করতে হবে। ওই সফটওয়্যারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেওয়া নিরীক্ষিত হিসাব প্রতিবেদন সঠিক কি না, তা যাচাই করতে পারবেন কর কর্মকর্তারা। এতে ভুয়া প্রতিবেদন জমার সুযোগ শেষ হয়ে যাবে।