অভিনব কায়দায় চাঁদাবাজি

ইত্তেফাক নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১০:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদর বাজারে অভিনব কায়দায় হাতি দিয়ে চালানো হয় চাঁদাবাজি। হাতি নিয়ে চাঁদা তোলার সময় নবীনগর বাজারে আসা পথচারীরা দীর্ঘ যানজটের শিকার হয়। এ যানজটের বিষয়ে ভ্রুক্ষেপ না করেই চলে হাতি দিয়ে চাঁদাবাজি। হাতির পিঠে থাকা বুলেট নামে এক যুবককে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান,

হাতির খাবার জোগাড় করার জন্য কিছু টাকা তোলা হচ্ছে। আমরা চাঁদাবাজি করি না। স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, ২ কিংবা ৫ টাকা দিলে হাতি নেয় না। কমপক্ষে ১০ টাকা দিতে হয়। টাকা না দিলে দোকান আঁকড়ে ধরে থাকেন। ভয়ে দোকানে কাস্টোমার ঢুকতে চায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও