নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শ্রমিকের মৃত্যু

জাগো নিউজ ২৪ ভাটারা থানা প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ২১:২৩

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে রাসেল মাঝি (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় গ্রিন রোডের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহতের সহকর্মী রুবেল জানান, দুপুর দেড়টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এ ২২ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে রড তুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। নিচে থাকা নির্মাণ শ্রমিক রাসেলের মাথায় রড পড়ে।

এতে গুরুতর আহত হন রাসেল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রুবেল আরও জানান, রাসেলের গ্রামের বাড়ি বরিশাল। তার বাবার নাম রতন মাঝি। বিমানবন্দরের শেওড়া এলাকায় থাকতেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও