তেজস্বীর তেজ নাকি নীতীশের কামব্যাক - মঙ্গলে বিহারের মসনদ দখলের ফয়সালা
নির্বাচন শুরুর কয়েক মাস আগে যেমনটা মনে করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। ছাইচাপা আগুন থেকে উঠে এসেছেন তেজস্বী যাদব নামক এক যুবা। বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-জেডি (ইউ) জোট যতই আস্ফালন দেখাক না কেন, বাস্তব কিন্তু অন্য কথা বলছে। তাই তো নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে যখন তেজস্বীর সমাবেশে পিলপিল করে মানুষ হাজির হয়েছেন, সেখানে নীতীশের দিকে ধেঁয়ে এসেছে পেঁয়াজ-পাথর। আর তিন দফা ভোটের পর সর্বভারতীয় প্রায় সবকটি এক্সিট পোলেই দেখা গিয়েছে, নীতীশের বিজয়ঘণ্টা বাজতে চলছে। আর এমনই এক প্রেক্ষাপটে মঙ্গলবার বিহার ভোটের ফল ঘোষণা।
সোমবারই ছিল বিহারে বিরোধীদের মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের জন্মদিন। তবে, ফল প্রকাশের আগের দিন তেমন জাঁকজমকভাবে নয়, বরং একেবারেই ঘরোয়াভাবে জন্মদিন পালন করেছেন তিনি। ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের শেষদফার ভোটদান শেষ হয়েছে শনিবার। মঙ্গলবার হবে ফল ঘোষণা। গণনা শুরু হবে মঙ্গলবার সকাল ৮টায়।