ইথিওপিয়ার সেনা ও গোয়েন্দাপ্রধান বরখাস্ত
ইথিওপিয়ার সেনাপ্রধান, গোয়েন্দাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিস গতকাল রোববার তাঁদের সরিয়ে দেওয়ার আদেশ দেয়। দেশটির উত্তরের তাইগ্রে অঞ্চল নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত এল। সেখানে এখনো সংঘর্ষ চলছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনটি বড় পদে পরিবর্তনের ঘোষণা দেওয়া হলেও কারণ জানানো হয়নি।
দেশটিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে উত্তেজনা চলছিল, যা গত বুধবার সংঘর্ষে রূপ নেয়।