![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fbd99c223-5bd8-46eb-94ef-3690888f44b6%252F2020_11_08T203246Z_90270203_UP1EGB81L2MKW_RTRMADP_3_SOCCER_ITALY_MIL_VER_REPORT.JPG%3Frect%3D0%252C0%252C2418%252C1269%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
পেনাল্টির ওপর রাগ করেছেন ইব্রা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ১৩:১১
এসি মিলানের হয়ে এই বয়সেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবু মন ভালো নেই জ্লাতান ইব্রাহিমোভিচের। ১২ গজি শটের ধাঁধায় পড়েছেন তিনি। জট খুলছে না কোনোভাবেই।
ইতালিয়ান সিরি ‘আ’ তে কাল হেল্লাস ভেরোনার মুখোমুখি হয়েছিল এসি মিলান। এ ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইব্রা। তাতে দল যে হেরেছে তা নয়, ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মিলান। সমতাসূচক গোলটাও ইব্রারই করা। তবু খুশি হতে পারছেন না সাবেক সুইডিশ স্ট্রাইকার। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে না পারাটাই পোড়াচ্ছে তাঁকে।