র্যাবকে দেখে বাসার জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলছিলেন তাঁরা
চট্টগ্রামে ইয়াবা বিক্রির কোটি টাকাসহ মিয়ানমারের এক দম্পতিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সওকত ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা আক্তার। গতকাল রোববার রাতে নগরের চাঁদগাঁও এলাকার ভাড়া একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ইয়াবা বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন খবর পেয়ে র্যাব অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাসার জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলতে থাকেন। পরে বাসায় অভিযান চালিয়ে ৫৩ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ এক কোটি টাকা উদ্ধার করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে