যে শহরে বহু বছর পর শোনা যাবে আজানের ধ্বনি
বহু বছর পর আজারবাইজানের দখলকৃত অঞ্চলে এবার থেকে আজান শোনা যাবে। কারণ এতোদিন এসব অঞ্চল আর্মেনিয়ার দখলে ছিলো। তখন দখলদাররা মসজিদগুলোকে গরর খোয়াড়ে পরিণত করে। তাই আজান বন্ধ ছিলো।এবার আজারবাইজানের সেনারা আর্মেনয়িার কবল থেকে ওইসব এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে।
সবশেষে খবরে জানা যায়, নাগর্নো-কারাবাখ অঞ্চলের কৌশলগত 'শুশা' শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রবিবার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজারি সেনাবাহিনী শুশা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। বহু বছর পর এখন সেখানে আজানের ধ্বনি শোনা যাবে।