জয়পুরহাটে ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব। রোববার বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে এই বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূূর্তির আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অ্যাডিশনাল এসপি এম এম মোহাইমেনুর রশিদ জানান,
পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলে উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব সম্পদটি বহু বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ নিজ বাড়িতে আইন বহির্ভূতভাবে মন্দির তৈরি করে এই দুর্লভ কষ্টি পাথরটি তার নিজের দখলে রাখে। প্রত্নতত্ত্ব অধিদফতরের এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয় ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.