৩০ কেজির সরকারি চালের বস্তায় ২ কেজি কম!
সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির চালের বস্তায় ২৮-২৯ কেজি দেওয়ার অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে ওই খাদ্যগুদামে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পরিদর্শন করে বিষয়টির সত্যতা পান। তিনি এ ব্যাপারে খাদ্যগুদাম কর্তৃপক্ষকে আরো সতর্কতভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন।
একাধিক ডিলারের সাথে কথা বলে জানা গেছে, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল খাদ্যগুদাম থেকে উত্তোলনের সময় গুদাম কর্তৃপক্ষ আমাদেরকে ওজন ছাড়াই ৩০ কেজির ওজনের চালের বস্তা বুঝিয়ে দেয়। তবে ওইসব প্রায় বস্তাতেই ৩০ কেজির স্থলে ২৭-২৯ কেজি চাল থাকে। আর ওইসব চালের বস্তা এলাকায় এনে কার্ডধারীদের মাঝে বিতরণ করতে গিয়ে আমাদেরকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- সরকারি চাল আত্মসাৎ