টেলিমেডিসিনে করোনার চিকিৎসা নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ
দেশে করোনা নিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে এখন পর্যন্ত সেবা নিয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৭৩১ জন। রবিবার ( ৮ নভেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিনের মাধ্যমে করোনার চিকিৎসাসেবা নিয়েছেন দুই হাজার ২৯৩ জন। আর এখন পর্যন্ত সেবা নিয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৭৩১ জন।অপরদিকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) নাম্বারে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ বিষয়ে পরামর্শ নিতে ফোন কল এসেছে ছয় হাজার ৩১টি।
গত ৮ মার্চ করোনার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কল এসেছে ৮২ লাখ ৮৯ হাজার ৮৪৩টি।স্বাস্থ্য অধিদফতরের ৩৩৩ নম্বরে গত ২৪ ঘণ্টায় কল গিয়েছে ৩৩ হাজার ৬৯১টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৬৯১টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.