আইরিশ শহরে উল্লাস, বাইডেনসহ ২৩ প্রেসিডেন্টের পূর্বপুরুষ আয়ারল্যান্ডের

বণিক বার্তা আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ১৬:১৯

ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণার খবর গণমাধ্যমে আসার পরই উল্লাসে মেতে ওঠে আয়ারল্যান্ডের ছোট্ট শহর বাল্লিনা। মাত্র ১০ হাজার বাসিন্দার শহরের সড়কে গাড়ি নিয়ে আনন্দ মিছিল, ব্রিজে লোকসমাগম হয়। খুশিতে রাস্তায় নেমে উল্লাস করেন মানুষ।

বাল্লিনা বাইডেনের পূর্বপুরুষের শহর। বাইডেনের প্রচার দলের একজন এডওয়ার্ড ব্লিইউইট বলেন, জো বাইডেনের পূর্বপুরুষদের ১০ জনই আয়ারল্যান্ডের বাল্লিনা শহরে জন্মেছিলেন।বাল্লিনা শহরের স্মাইলার মিচেল সিএনএনকে বলেন, ‘আমার ধারণা, এই শহর আজ রাতে বিশ্বকে বাঁচিয়ে দিয়েছে। কারণ, বাল্লিনা ছাড়া তো আর জো বাইডেনকে কল্পনা করা যায় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও