চীনের সঙ্গে দ্বন্দ্বে চাঙ্গা হচ্ছে ভারতের অর্থনীতি
সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব চলছে ভারতে। এই দ্বন্দ্বের জেরে চীনের পণ্য বয়কট করা শুরু করেছে দেশটি। আর এটি ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কারণ নিজেদের প্রয়োজন মেটাতে এবং বিশ্ববাজারে টিকে থাকার জন্য কলকারখানা তৈরির প্রতি জোর দিয়েছে ভারত।
পাশাপাশি দেশটির যে সব কলকারখানা চীনা পণ্যের ওপর নির্ভরশীল ছিল সেগুলোও এখন বিকল্প দেশ থেকে প্রয়োজন মেটানোর চেষ্টা করছে। জানা গেছে, গত দুই বছর ধরেই ভারতের বাণিজ্যিক অংশীদারের তালিকায় শীর্ষে ছিল চীন। ভারত একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ।