You have reached your daily news limit

Please log in to continue


পঞ্চম জন্মদিনে সাকিবকন্যা আলাইনার নাচে মুগ্ধ সবাই

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের ৮ নভেম্বর এই দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। আজ আলাইনার জন্মদিন। বিশেষ এই দিনে মেয়ের নাচের ভিডিও প্রকাশ করেছেন শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে শিশির লেখেন- আজ সেই বিশেষ দিন, যে দিনের জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করছিল। আজ সে পাঁচে পা দিল। সাকিবপত্নী আরো লেখেন, আমাদের সবচেয়ে সুন্দর এবং প্রতিভাধর ছোট্ট সূর্যালোককে জানাই শুভ জন্মদিন। তোমাকে আমাদের জীবনে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমরা তোমাকে যে কোন কিছুর চেয়ে বেশি ভালবাসি। ভিডিওতে দেখা যায় কালো জামা পরে মনের আনন্দে নেচে বেড়াচ্ছে আলাইনা। এরই মধ্যে ছোট্ট আলাইনার নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকলেও পেশাগত কারণে সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফলে বড় মেয়ের বিশেষ এই দিনে সেখানে থাকতে পারেননি তিনি। মা-বোন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে আলাইনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন