সন্তানের জন্য শেষ দিকে না-ও খেলতে পারেন কোহলি

ডেইলি বাংলাদেশ বিসিসিআই প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ১৩:৩৮

নতুন বছরের শুরুতেই বাবা হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই সময় অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সফরের শেষ দুটি টেস্ট ম্যাচ না-ও খেলতে পারেন তিনি। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র।

বেশ কয়েক বছরে ধরেই বাবা হওয়ার সময়ে ক্রিকেটারদের ছুটি দিচ্ছে বিসিসিআই। এই সুযোগ পেতে পারেন ভারতীয় অধিনায়কও। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইয়ের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট খেলেই ছুটি নিতে পারেন কোহলি।

সূত্রটি বলেছে, ‘বিসিসিআই সবসময় বিশ্বাস করে সবার আগে পরিবারের অগ্রাধিকার। যদি আমাদের অধিনায়ক পিতৃত্ব বিরতি নেয়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি কেবল প্রথম দুটি টেস্ট ম্যাচেই খেলতে পারবেন।’

সাধারণ কোন সময় হলে শুধু একটি টেস্ট মিস করতেন কোহলি। সেক্ষেত্রে আনুশকা সন্তান প্রসবের পর আবারো অস্ট্রেলিয়া গিয়ে ব্রিসবেনে শেষ টেস্ট খেলতে পারতেন তিনি। কিন্তু করোনা মহামারির কারণে সেটা সম্ভব হচ্ছে না। কারণ কোহলি ভারতে এসে আবারো অস্ট্রেলিয়া গেলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগেই শেষ হয়ে যাবে সিরিজের শেষ টেস্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও