জন্মভূমি পেনসিলভ্যানিয়া তাকে হতাশ করেনি
একেই বলে জন্মভূমি। জন্মভূমি পেনসিলভ্যানিয়া তাকে হতাশ করেনি। নিজের সন্তান বলে জো বাইডেনকে কোলে তুলে নিয়েছে পেনসিলভ্যানিয়া। যুক্তরাষ্ট্রের এ রাজ্যেই তার জন্ম। এখানকার আলো-বাতাসে কেটেছে তার শৈশব। এ রাজ্যের স্ক্যানটনের মাটি গায়ে মাখানো সন্তানকে সেরা উপহার তুলে দিল পেনসিলভ্যানিয়া।
বিশ্বের সবচেয়ে শক্তিধর হিসেবে তার সন্তানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে। অন্য অনেক রাজ্য জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করলেও পেনসিলভ্যানিয়ার বিজয়ের সঙ্গে রয়েছে তার আত্মার সম্পর্ক। সে কথাই জানান দিলেন পেনসিলভ্যানিয়ার মানুষ।
তারা জানিয়ে দিলেন জো বাইডেন দেলাওয়ার রাজ্যে বসবাস করলেও তাকে নিজেদের সন্তান মনে করেন পেনসিলভ্যানিয়াবাসী। টান টান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে এখানকার ২০টি ইলেকটোরাল কলেজ ভোট তারা তুলে দিয়েছেন বাইডেনের হাতে। অমনি সারাবিশ্বে সংবাদ শিরোনাম পাল্টে গেল।