যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল শনিবার বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
সিএনএনের খবরে জানা যায়, বাইডেনের ডেমোক্র্যাট প্রচার শিবিরের একটি সূত্র বলেছে, নাতনি নাওমিই বাইডেনকে সুখবরটা প্রথম জানিয়েছিলেন। নাওমি জো বাইডেনকে জানিয়েছিলেন, নির্বাচনে তিনি জিতে গেছেন।
এরপরই বাইডেনের সঙ্গে আনন্দঘন মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেন নাওমি। সেখানে নাতি-নাতনিদের দলের মধ্যমণি বাইডেনকে দেখা গেছে।
আরেক টুইটে নাওমি বাইডেনের উল্লসিত নাতি–নাতনিদের ছবি পোস্ট করে বলেছেন, ‘যাঁরা জো বাইডেনের কাছে পৌঁছাতে চান, তাঁদের প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা দেখতে ভয়ংকর নাও হতে পারি। কিন্তু মনে রাখবেন, আমাদের নানা জো বাইডেন।’
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জয় পেয়েছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের ২০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন তিনি। এই জয়ে তিনি ম্যাজিক ফিগার ২৭০ ছাড়িয়ে গেলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.