ট্রাম্পের পরাজয়ের সংবাদে জনতা যখন উল্লাস করছিল, তিনি তখন গলফ খেলছিলেন
ইতিহাসে আছে, রোম যখন পুড়ছিল নীরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এবার ইতিহাসে স্থান পেল, ট্রাম্পের পরাজয়ের সংবাদে জনতা যখন উল্লাস করছিল, তিনি তখন গলফ খেলছিলেন!
দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভক্তদের মতে, তিনি কখনো হার মানতে শেখেননি।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, জো বাইডেনকে যখন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হচ্ছিল, ট্রাম্প তখন ছিলেন গলফ মাঠে।
সিএনএনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিজয় ঘোষণার পর বাইডেন সমর্থকরা হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে উল্লাস করছেন ও গাড়ির হর্ন বাজাচ্ছেন। তবে, সেসময় হোয়াইট হাউজে ছিলেন না ট্রাম্প।
ভিডিওতে দেখা যায়, ভার্জিনিয়ার স্টারলিংয়ের ক্লাবে তিনি গলফ খেলছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.