Bihar exit poll results 2020: বিহারে ভাগ্যনির্ধারণ যুব ভোটেই

এইসময় (ভারত) বিহার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ০৮:০৬

করোনাভাইরাস মহামারীকে উপেক্ষা করে গত ১০ দিনে তিন দফায় বিহারের ৭.৩ কোটি ভোটার কয়েক হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। ২৪৩ আসনে কে জিতবে, কে হারবে -- নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ থাকবে নাকি মহাজোটের তেজস্বী যাদবের হাত ধরে পালাবদল, তা জানার জন্য ১০ নভেম্বর পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। কিন্তু, তার আগে সবক'টি বুথফেরত সমীক্ষাতেই কিন্তু, ইঙ্গিত আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটই সবথেকে বেশি সংখ্যক আসন পাবে। বিরোধী মহাজোটই বিহারে সরকার গড়তে চলেছে, সে পূর্বাভাস যেমন রয়েছে। আবার, ত্রিশঙ্কুর দিকেও ইঙ্গিত রয়েছে। কিন্তু, মোটের উপর সমীক্ষা যা বক্তব্য, তাতে নীতীশ কুমারের এ বারে আর আশা নেই। তেজস্বীর তেজে তাঁকে বিপর্যস্ত হতে হবে। বুথফেরত সমীক্ষার রিপোর্ট সবসময় যে মেলে, তা নয়। অতীতে অনেক ক্ষেত্রেই তা মেলেনি। কিন্তু, কী হতে চলেছে তার সামগ্রিক একটা আভাস থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও