বড়ই পছন্দের মুখরোচক বেশিরভাগের। তার উপর এতদিন করোনার লকডাউনে এ সব মুখে পড়ার স্বাদ ভুলেছেন অনেকে। অনলক পর্বে এখন রাস্তায় ঠেলা নিয়েও ব্যবসা শুরু হয়েছে। তবে বার বার সংক্রমণের কথা মাথায় রেখে করোনার বিধিনিষেধ পালনের নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে স্পেশ্যাল ফুচকা বা মুম্বইয়ের পানিপুরিতে মিশছে টয়লেটের জল? ঘটনা প্রকাশ্যে আসতেই অবশ্য দোকান ভেঙে ফেলেছেন উত্তেজিত জনতা। ঘটনাস্থল মুম্বইয়ের কোলহাপুর।
রাস্তায় মুম্বইয়ের স্পেশ্যাল পানিপুরি লিখে বিক্রি করা ফুচকায় টয়লেট থেকে ভরে আনা জল মেশানো হয়েছে। ক্যামেরায় ধরা পড়ে যায় এই দৃশ্য। আর তার পরেই দোকান ভাঙচুর করেন প্রতিবাদীরা। কোলহাপুরের রংকলা লেকের কাছে এই জনবহুল এলাকায় বহু মানুষ রোজই রাস্তার এই ধরনের খাবার খান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.