ভোলায় তেঁতুলিয়া নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ

ঢাকা টাইমস বোরহানউদ্দিন প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১৯:৪৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। শনিবার ভোরে উপজেলার সাচড়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বোরহানউদ্দিনের কাচারির খাল লঞ্চঘাট এলাকার তেতুলিয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশের একটি টিম ট্রলার নিয়ে রাতভর খোঁজাখুঁজি করে ভোরে সাচড়া ইউনিয়নের তেঁতুলিয়া নদী কিনার থেকে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া মরদেহটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আনুমানিক ৩০ বছর বয়সের ওই যুবকের মরদেহটি নদীতে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও