কোহলিকে স্লেজিং নয়: স্টিভ ওয়াহ

বাংলাদেশ প্রতিদিন অস্ট্রেলিয়া প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১৪:৩৪

অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটে স্লেজিংয়ের মাত্রা বাড়িয়ে তুলেছিলেন তিনি। বিশ্বাস করতেন, খেলোয়াড়কে আগে মানসিকভাবে গুঁড়িয়ে দাও, তা হলে মাঠে তাঁর পতনও দ্রুত ঘটানো যাবে। সেই স্টিভ ওয়াহ এবার নিজের দেশের ক্রিকেটারদের উদ্দেশে পরামর্শ, বিরাট কোহলিকে স্লেজিং করতে যেয়ো না। তাতে হিতে বিপরীত হতে পারে।

একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া ভিডিওতে স্টিভ বলেছেন, ‍‘‍‘বিরাটকে স্লেজিং করে দমানো যায় না। ওকে বিরক্ত না করাই শ্রেয়।’’ যোগ করেছেন, ‍‘‍‘স্লেজিং করতে গেলে এই ধরনের ক্রিকেটারেরা বাড়তি প্রেরণা পেয়ে গিয়ে বেশি রান করে বসতে পারে। খেলার মধ্যে বিরাটের সঙ্গে বেশি কথা না বলতে যাওয়াই ভাল।’’

এর আগে ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক টিম পেইন ও তাঁর সতীর্থদের সঙ্গে বিরাট কোহলির উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। যদিও মাইকেল ক্লার্ক গুরুতর অভিযোগ তুলেছিলেন যে, আইপিএলে খেলার সুবাদে ভারতীয়দের স্লেজিং করা ছেড়ে দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা। সেই সিরিজের অধিনায়ক টিম পেইন যা অস্বীকার করেন পরে। সেই সিরিজ ২-১ জিতে ফিরেছিল ভারত। অস্ট্রেলিয়া থেকে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও