ইসলামের দাওয়াতে বিশ্বনবির যে চিঠি জর্ডানে সংরক্ষিত
ইসলামের বার্তাবাহক হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামের দাওয়াত পৌছে দিতে তিনি চষে বেড়িয়েছেন পবিত্র নগরী মক্কা-মদিনাসহ আরবের অনেক শহর। ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে বিশেষ দূত মারফত চিঠি পাঠিয়েছেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছেও তিনি চিঠি পাঠিয়েছেন। আজও সেসব চিঠিসহ ও অনেক নির্দশন পৃথিবীর বুকে বিদ্যমান।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এসব কার্যক্রম ছিল মদিনায় তাঁর পরিচালিত শাসন ব্যবস্থায় স্বাধীন রাষ্ট্র পরিচালনা, ইসলামের দাওয়াত নিয়ে চিঠি ও প্রতিনিধি প্রেরণের শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা তাঁকে যে মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এগুলো ছিল তার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা বলেন-