চট্টগ্রামে নিউমার্কেট মোড় অবরুদ্ধ, নগরজুড়ে তীব্র যানজট
ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাট ও কুমিল্লায় সংখ্যালঘুদের আক্রমণ, অগ্নিসংযোগ, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকায় গণঅবস্থান কর্মসূচি শুরু করেন তারা। পরিষদের হাজার হাজার নেতাকর্মী গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
রাস্তায় অবস্থান নিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’, ‘৭২ এর সংবিধান ফিরিয়ে দাও’, ‘সাম্প্রদায়িক শক্তির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সংগঠনটির নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে নগরের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তায় আটকা পড়েছে হাজার হাজার গাড়ি। যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।