![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1604725869_IMG_20201107_105128.jpg)
কুষ্টিয়ায় ভুয়া ডিএসবি দুই যুবক আটক
কুষ্টিয়ার দৌলতপুর খলিসাকুন্ডিতে ভুয়া (ডিএসবি) পরিচয়দানকারী দুই যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন কুষ্টিয়া পশ্চিম মজমপুরের ( আলফার মোড়) সাইদুর রহমানের ছেলে মিশুক রহমান (৩৩) ও একই এলাকার শাহিনুর আলমের ছেলে অভি ওরফে আকাশ (২৭)।
শুক্রবার দুপুরে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজার থেকে এলাকাবাসী ধরে উত্তম-মধ্যম দিয়ে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের পুলিশের হাতে সোপর্দ করেছেন।